দিল খুশ রাহুলের, নতুন ছবিতে প্রসেনজিৎ-অনির্বাণ

রাহুলের পরিচালনার দুটি ছবি ‘কিশমিশ’ এবং ‘দিলখুশ’ ফিল-গুড ছবি হিসেবে সব বয়সের দর্শকের ভালবাসা পেয়েছে। নতুন ছবি থ্রিলার। ‘দশম অবতার’ এর পরে আবার প্রসেনজিৎ-অনির্বাণ জুটি! প্রবীর-পোদ্দারকে ছাপিয়ে এই জুটি নতুন কী ক্যারিশমা দেখাবে সে তো সময় বলবে, তবে আপাতত টলিপাড়া সরগরম এই ছবির ঘোষণাতেই। সব ঠিক থাকলে ছবির শুটিং শুরু হবে অগাস্টেই।

Exclusive: ‘মানিকবাবুর মেঘ’-এ ভালবাসার বৃষ্টি প্রসেনজিতের

অনির্বাণ ভট্টাচার্য এই ছবি নিবেদন করছেন বলে ভীষণ খুশি ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’। “অনির্বাণ আমার ছোট ভাইয়ের মত। ও আজ একজন প্রতিষ্ঠিত অভিনেতা-পরিচালক। আমি খুব গর্বিত ওর মত একজন মানুষ এরকম একটা ছবির পাশে দাঁড়িয়েছে বলে। হয়ত ছবিকে এইসব ব্যাপার বিরাট কোনও সাহায্য করে না তবু অনির্বাণ ভট্টাচার্য একটা ছবিকে প্রেজেন্ট করার একটা গুরুত্ব আছেই”, স্নেহ মেশানো গলায় বললেন তিনি।

বাংলা ছবির নতুন অধ্যায় ‘দেবী চৌধুরানী’র হাত ধরে

বাংলা ছবি প্রযোজনার জগতে এক নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। সৌজন্যে ‘দেবী চৌধুরানী’। ভারত এবং যুক্তরাজ্য যৌথ প্রযোজনায় প্রথম বাংলা ছবি হতে চলেছে শুভ্রজিৎ মিত্রের এই ছবি।

বাংলা ছবির বিশ্বের আঙিনায় আরও বেশি ঠাঁই করে নেওয়ার পথে এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবেই থেকে যাবে এই ছবি। ‘দেবী চৌধুরানী’ প্রযোজনা করতে চলেছেন LOK আর্টস কালেকটিভ (ভারত/যুক্তরাজ্য) এর সৌম্যজিৎ মজুমদারের সঙ্গে এডিটেড মোশন পিকচার্স (যুক্তরাষ্ট্র/ভারত) এর অপর্ণা এবং অনিরুদ্ধ দাশগুপ্ত।