দিল খুশ রাহুলের, নতুন ছবিতে প্রসেনজিৎ-অনির্বাণ
রাহুলের পরিচালনার দুটি ছবি ‘কিশমিশ’ এবং ‘দিলখুশ’ ফিল-গুড ছবি হিসেবে সব বয়সের দর্শকের ভালবাসা পেয়েছে। নতুন ছবি থ্রিলার। ‘দশম অবতার’ এর পরে আবার প্রসেনজিৎ-অনির্বাণ জুটি! প্রবীর-পোদ্দারকে ছাপিয়ে এই জুটি নতুন কী ক্যারিশমা দেখাবে সে তো সময় বলবে, তবে আপাতত টলিপাড়া সরগরম এই ছবির ঘোষণাতেই। সব ঠিক থাকলে ছবির শুটিং শুরু হবে অগাস্টেই।