বয়সের সাথে সাথে মৃত্যু ভাবনাও বদলে যায়: রাহুল

আমরা যতই বলি যে ‘কন্টেন্ট ইজ্ দ্য কিং’, একটা কথা মনে রাখতে হবে যে একটা ‘গ্যাংস অব্ ওয়সিপুর’ হওয়ার জন্য একটা ‘দবং’ হওয়া দরকার। একটা ‘দবং’-এর টাকা একটা ‘গ্যাংস অব্ ওয়সিপুর’ তৈরি হতে সাহায্য করে। সেইজন্য সলমন খান, শাহরুখ খান, আমির খান বা দক্ষিণী তারকাদের উপস্থিতি এত গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে নক্ষত্র তৈরি করতে হবে আবার, যেটা আমাদের ছিল।