কমেডি ছবির হাত ধরে আবার একসঙ্গে আয়ুষ্মান-রাজ

আয়ুষ্মান আবার জুটি বাঁধছেন পরিচালক রাজ শান্ডিল্যর সঙ্গে। প্রসঙ্গত এই পরিচালক‌ই ২০১৯ এর ছবিতে তাঁকে বলিউডের ‘ড্রিম গার্ল’-এ পরিণত করেছিলেন। বক্স অফিসে রীতিমতো ভাল ব্যবসা করেছিল সেই ছবি। শুধু তাই নয়। মহিলারূপী আয়ুষ্মানকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। সেই কারণেই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ২০২৩ -এ মুক্তি পায় ছবির সিক্যুয়েল ‘ড্রিম গার্ল ২’। সেই ছবিও ভাল ব্যবসা করেছিল। এই দুটি ছবির সূত্র ধরেই অভিনেতা ও পরিচালকের মধ্যে গড়ে ওঠে সখ্য।