নেটফ্লিক্সের ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এ আলি ফজল, জুটি বাঁধবেন সামান্থার সঙ্গে
রাজ ও ডিকের প্রযোজনায় নেটফ্লিক্সে আসতে চলেছে পিরিয়ড ফ্যান্টাসি সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’। সিরিজটি পরিচালনা করছেন ‘তুম্বাড়’ খ্যাত রাহি অনিল বার্বে। ইতিমধ্যেই ‘দ্য কাউন্টার কালচার’-এ সেই খবর প্রকাশিত হয়েছে। এবার এই সিরিজে অন্তর্ভুক্ত হতে চলেছেন আলি ফজল। ওটিটি আঙিনায় ‘মির্জাপুর’-এর ‘গুড্ডু ভাইয়া’, দর্শকদের কাছে রীতিমত জনপ্রিয়।