আদর্শ রক্ষায় অতন্দ্র এক সৈনিককে স্যালুট: ঋতুপর্ণা

বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক মত নির্বিশেষে শ্রদ্ধাভাজন থেকেছেন আমৃত্যু। তাই হয়ত ঋতুপর্ণা বলেন, “ওঁর মত একজন শিক্ষিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমাদের সমাজে যে অবদান রেখে গেলেন, যে সম্যগদর্শন, যে পরিজ্ঞান সেও তো এক বিরাট সম্পদ।”