বাংলার সবথেকে ট্যালেন্টেড অভিনেতারা টেলিভিশনে আছে: টোটা রায়চৌধুরী

রোহিত সেন হোক বা চন্দন চ্যাটার্জী। বিহারী হোক বা ফেলুদা। তাঁর উপস্থিতি মানেই স্মার্টনেস, সপ্রতিভ চোখ আর একরাশ পজিটিভিটি। ছোটপর্দা, বড়পর্দা বা ওটিটি, তাঁকে দেখার জন্য মানুষের অপেক্ষা, যত দিন গেছে, বেড়েছে। শুক্রবার মুক্তি পেয়েছে ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত প্রতিম দাশগুপ্ত’র ‘চালচিত্র’। প্রধান চরিত্র কনিষ্ক চট্টোপাধ্যায় রূপে তিনি। হাজার ব্যস্ততার মাঝখানে সময় বার করে বললেন অনেক কথা। এবারের ‘রোববার কথা’য় টোটা রায়চৌধুরী।