প্রকাশ্যে ‘পরিচয় গুপ্ত’ টিজার, লুকে চমক ঋত্বিক, ইন্দ্রনীল, জয়ের
মুক্তি পেল রণ রাজের ‘পরিচয় গুপ্ত’ ছবির টিজার। এই পারিবারিক রহস্য ঘরানার ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্তকে। এঁরা ছাড়াও ছবিতে আছেন দর্শনা বনিক, জয় সেনগুপ্ত ও অন্যান্যরা।