রান্নাঘরের অন্দরে রহস্যের ঘনঘটা, বাপ্পার ‘রবিন্স কিচেন’-এ বনি-প্রিয়াঙ্কা

টলিউডের সঙ্গে থ্রিলার বিষয়টি এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। সাম্প্রতিক বাংলা ছবির তালিকায় চোখ রাখলেই তার প্রমাণ মিলবে। এবারে রহস্যের ঘনঘটা পরিবৃত হয়েছে রান্নাঘরের অন্দরমহলে। সেটি কোন‌ও বাড়ির রন্ধনশালা নয়, একদম ঝাঁ চকচকে রেস্তোরাঁর কিচেন। এহেন কিচেনকে কেন্দ্র করেই কাহিনির বুনন ঘটিয়েছেন পরিচালক বাপ্পা। ডার্ক থ্রিলার ঘরানার এই ছবির নাম ‘রবিন্স কিচেন’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত এবং প্রিয়াঙ্কা সরকার।