প্রকাশ্যে ‘হেমন্তের অপরাহ্ন’ ট্রেলার, ছবি মুক্তি ১২ জুলাই

মুক্তি পেল অশোক বিশ্বনাথনের ‘হেমন্তের অপরাহ্ন’ ছবির ট্রেলার। পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন,প্রযোজক অমিত আগরওয়াল প্রমুখ। একদিকে যেমন অতিমারির সময় মানুষের মনের টানাপোড়েন ধরা পড়বে, অন্যদিকে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের বাতাবরণ বাতাবরণ ধরা পড়বে প্রেক্ষাপট হিসেবে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন গৌরব চট্টোপাধ্যায়। গানে লক্ষ্মীছাড়া। চিত্রগ্রহণে জয়দীপ ভৌমিক এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন অর্ঘ্যকমল মিত্র। ‘হেমন্তের অপরাহ্ন’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ১২ জুলাই।