স‌ইফ পুত্র ইব্রাহিমকে বড়পর্দায় দেখার জন্য উন্মুখ কাজল

সম্প্রতি ‘সরজমিন’ ছবিতে পৃথ্বীরাজ সুকুমারান এবং স‌ইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে কাজ করেছেন কাজল। সেই ছবিতে নিজের কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, পৃথ্বীরাজের সঙ্গে কাজ করে তাঁর বেশ ভাল লেগেছে। এক‌ইভাবে ইব্রাহিমের সঙ্গে কাজের প্রসঙ্গে বলেছেন কাজল।