গুপ্তচরবৃত্তি নিয়ে আদিত্যর নতুন ছবি, ২৫ জুলাই শুটিং শুরু করছেন রণবীর

আগামী বছর রণবীরের ছবি আদৌ বড় পর্দায় আসবে কিনা তা নিয়ে দোলাচলে ছিলেন তাঁর অনুরাগীরা। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এবার শুটিংয়ে ফিরছেন অভিনেতা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির প্রেক্ষাপটে আবর্তিত একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক আদিত্য ধর। রীতিমত অ্যাকশন প্যাকড্ এই ছবিতে অন্যতম চরিত্রে রয়েছেন রণবীর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির তারকাখচিত কাস্টিং।