অডিশন নিতে কলকাতায় সারেগামাপা, আবার শুরু গানের লড়াই

কলকাতায় অডিশন হতে চলেছে ২০ জুলাই। যারা গান অন্ত প্রাণ, চান গানকে কেরিয়ার হিসেবে বেছে নিতে তাদের জন্য সুবর্ণ সুযোগ। তবে বয়স কমপক্ষে ১৫ হওয়া বাধ্যতামূলক। জি ফাইভ অ্যাপে সারেগামাপা ব্যানারে ক্লিক করে নাম নথিভুক্ত করা যাবে। অন্য উপায়ও রয়েছে। মিসড্ কল দিতে হবে 8291829134 নম্বরে।