‘ছবি দেখানোর খরচ কমল, দেখার খরচে খিঁচ’, কী বলছে ইন্ডাস্ট্রি?

ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন – এর উদ্যোগে বাংলা ছবির ডিজিটাল প্রজেকশনের সার্বিক খরচ কমল। সাত দিনের মধ্যে প্রথমে ইউএফও এবং কিউব প্রজেকশনের খরচ জিএসটি ছাড়া দিনে ১০০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকায় নিয়ে এল। এতদিন বাংলা ছবির প্রযোজকদের ডিজিটাল প্রজেকশনের জন্য সবথেকে বেশি টাকা দিতে হত। সেই জায়গায় দাঁড়িয়ে ইউএফও এবং কিউব-এর প্রজেকশনের সাপ্তাহিক চার্জ ৭০০০ টাকা থেকে কমিয়ে ২১০০ টাকা করা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রজেকশন চার্জ কমায় কতটা অক্সিজেন পেল ইন্ডাস্ট্রি?