তিন খুদের জীবনের অঙ্ক মেলানোর গল্প বলতে আসছে ‘অঙ্ক কি কঠিন’
অঙ্ক স্কুলের পাঠ্যবইয়ের হোক কিংবা জীবনের, যদি না-মেলে, তখন চোখ-মুখ জুড়ে ছেয়ে থাকে একরাশ হতাশা। কিছুই যেন তখন আর মন ভাল করতে পারে না। এরকম স্কুলের অঙ্কের সঙ্গে জীবনের অঙ্ক মিশিয়ে চিত্রনাট্যের বুননে সেটিকে জুড়েছেন পরিচালক সৌরভ পালোধী। ছবির নাম ‘অঙ্ক কি কঠিন’।