Film Review: দো-আঁশলা জীবন গাঁথার প্রতিচ্ছবিই ‘দোআঁশ’
পদ্মা-মেঘনা-ব্রহ্মপুত্র এই তিন নদীর অববাহিকার ব-দ্বীপ এলাকায় অবস্থিত সুন্দরবন। যেখানে জলে কুমির আর ডাঙায় বাঘের সঙ্গে মানুষের সহাবস্থান। সাগরের উপকূলবর্তী হওয়ার কারণে এই জায়গার মাটি দো-আঁশলা। বালি-কাদার সংমিশ্রণ রয়েছে তাতে। এহেন জায়গায় জীবনযাত্রার মধ্যেও তাই নোনা জল, নোনা মাটি আর নোনা কান্নার পরত জড়িয়ে থাকে আষ্টেপৃষ্ঠে। সেই সুন্দরবন অঞ্চলের মানুষের জীবনের গল্পই ‘দোআঁশ’। পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়ের প্রথম বড়পর্দার ছবি।