জুরাসিক ওয়র্ল্ডে স্কারলেট জোহানসন, ফিরলেন ডেভিড কোপ
১৯৯৩ সালে প্রথমবার স্টিভন স্পিলবার্গ ‘জুরাসিক পার্ক’ ছবি আনেন। ১৯৯৭ সালে স্পিলবার্গ নিয়ে আসেন ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘দ্য লস্ট ওয়র্ল্ড’। ২০০১ এ জো জনস্টন-এর পরিচালনায় আসে ‘জুরাসিক পার্ক ৩’। ২০১৫ সালে কলিন ট্রেভরো পরিচালনা করেন জুরাসিক ওয়র্ল্ড। ২০১৮ সালে জে বায়োনার পরিচালনায় আসে ‘জুরাসিক ওয়র্ল্ড: ফলেন কিংডম’ এবং শেষ বার পর্দায় আসে ২০২২ সালে কলিন ট্রেভরোর পরিচালনায় ‘জুরাসিক ওয়র্ল্ড ডোমিনিয়ন। নতুন জুরাসিক ওয়র্ল্ড হতে চলেছে জুরাসিক ফ্র্যাঞ্চাইজির সপ্তম ছবি।