এভারেডির নতুন কিরণ, আওয়াজ করবে শব্দহীনও

নতুন এই টর্চে বিপজ্জনক পরিস্থিতিতে চেন টানলে বাজবে জোরালো ১০০ ডেসিবেলের সুরক্ষা অ্যালার্ম। উদ্দেশ্য সুরক্ষা ও নিরাপত্তা বৃদ্ধি। এই টর্চের জন্য ব্র্যান্ডের নতুন ক্যাম্পেইন #AwaazUthaneyKaPower চলছে একইসঙ্গে। যার নেতৃত্বে নেতৃত্ব দিচ্ছেন বিশেষ ভাবে প্রতিবন্ধকতাসম্পন্ন মানুষজন, যাতে সকলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।