ক্রসবিটস বাজারে আনল নতুন স্মার্টওয়াচ ‘ইগনাইট লাইট’

মাত্র ৪০ গ্রাম ওজনের ইগনাইট লাইট হালকা স্মার্টওয়াচগুলোর মধ্যে অন্যতম আর এর মধ্যে থিয়েটার আর ডু-নট-ডিসটার্ব (DND) মোডের মত অনন্য সুবিধাও দেওয়া হয়েছে। এছাড়াও অক্সিজেন সম্পৃক্ততা মাপার জন্য এসপিও২ (SpO2) ট্র্যাকার এবং হার্ট রেট ট্র্যাকিংয়ের মত সুবিধাও থাকছে স্মার্টওয়াচে।