এসএমএস করার সঙ্গে সঙ্গে নাসিরুদ্দিন শাহের উত্তর এল: শৈবাল মিত্র

তিনি এক অন্যধারার ছবির পরিচালক। বাংলা ছবির ব্যতিক্রমী পরিচালকদের মধ্যে অন্যতম তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহ-কে এক ছবিতে এনে অসাধ্য সাধন করেছেন তিনি। ‘আ হোলি কন্সপিরেসি’ পরিচালক শৈবাল মিত্র মন খুলে আড্ডা দিলেন।