মন্ত্র দিয়ে রোবোটিক সার্জারি সুধীর শ্রীবাস্তবের, নতুন দিগন্ত চিকিৎসাশাস্ত্রে
চিকিৎসাশাস্ত্রে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন উদ্ভাবনের কথা আমরা শুনতে পাই। তেমনভাবেই শল্য চিকিৎসা বা সার্জারির ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিলেন ডা: সুধীর প্রেম শ্রীবাস্তব। সম্পূর্ণ ভারতীয় পরিকাঠামোয় তিনি উদ্ভাবন করেছেন এমন এক যন্ত্র, যা রোবোটিক সার্জারিকে এনে দেবে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। একান্ত আলোচনায় ডা: শ্রীবাস্তব খুঁটিনাটি জানালেন তাঁর আবিষ্কৃত যন্ত্র, ‘মন্ত্র’ নিয়ে।