শিল্পী ও শিল্পের চিরায়ত দ্বন্দ্বে সম্পর্কের টানাপোড়েন, হতাশ পরিচালক সুদীপ্ত!

শিল্প নির্মাণ কি সত্যিই সহজ? নাকি শিল্প নামক ব্যাপ্তির সম্মুখীন হলে বাস্তবতা আর কল্পনার তফাতটা অনুভব করা যায়? শৈল্পিক উচ্চতা অর্জন করতে পারাটা যে সত্যিই কঠিন এবং তার জন্য সাধনার প্রয়োজন তা সহজেই অনুধাবন করা যায়। শুধুমাত্র কি বাণিজ্যিক সাফল্যের মধ্যেই শিল্পের সার্থকতা লুকিয়ে রয়েছে? সৃষ্টির আনন্দে নিমগ্ন শিল্পীর প্রকাশভঙ্গির মধ্যে যে তৃপ্তির ছোঁয়া থাকে তাকে কি খর্ব করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি? শিল্পীর সঙ্গে শিল্পের এই চিরায়ত দ্বন্দ্ব চিরকালীন।

সিনেমা না পেইন্টিং? ছবি হবে! হতাশ পরিচালক সুদীপ্ত

সিনেমার পড়ুয়ারা এক বিশেষ ধরণের ছবির কথা বোঝাতে একটা টেকনিক্যাল শব্দ ব্যবহার করেন। মিজ্-অন-অবিম। যাকে দর্শক সাদামাটা ভাবে বলে সিনেমার মধ্যে সিনেমা। এই ধারা কিন্তু দর্শক মহলে বেশ জনপ্রিয়। পরিচালক সুদীপ্ত লাহা তাঁর প্রথম ছবিতে এই ধারার ছবিই বানাতে চলেছেন। ছবির নামেও রয়েছে নতুনত্বের ছোঁয়া, ‘কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু-ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট’।