প্রথমবার ভোটে প্রিয়াঙ্কা, প্রচারে সঙ্গী মমতা
দীর্ঘদিন এই বিষয়ে অনেক জল্পনা থাকলেও কখনও ভোটের রাজনীতিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। কংগ্রেসের অভ্যন্তরীণ সাংগঠনিক টানাপোড়েন সেই সম্ভাবনাকে উস্কে দিলেও বাস্তবায়ন হয়নি। অবশেষে ‘ভোটেখড়ি’ হতে চলেছে ইন্দিরা পৌত্রীর। একইসঙ্গে চমক, ওয়ানাডে প্রিয়াঙ্কার হয়ে প্রচারে অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।