কলকাতায় জমজমাট টিটিএফ

মেলায় আসাম, বিহার, গোয়া, গুজরাট, রাজস্থান কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু সহ দেশের মোট ২০টি রাজ্যের পর্যটন সংস্থা এবং বাংলাদেশ, শ্রীলংকা, মলদ্বীপ এবং থাইল্যান্ড সহ বিদেশি পর্যটন সংস্থাগুলিও অংশগ্রহণ করে।

পর্যটকদের জন্য গোয়া ট্যুরিজমের নতুন উদ্যোগ

কলকাতায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে দেশের বৃহত্তম ভ্রমণ বাণিজ্য মেলা বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-এর প্যাভিলিয়নে গোয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক নারভেকার জানিয়েছেন, এই একাদশ তীর্থ ভ্রমণ স্কিমের আওতায় গোয়ার ১১ টি প্রাচীন মন্দির নির্বাচন করা হয়েছে, যে মন্দিরগুলির সঙ্গে ১০০ বছরের বেশি প্রাচীন ইতিহাস জড়িত রয়েছে। পর্যটকরা গোয়ায় গিয়ে এই একাদশ তীর্থ দর্শন করতে পারবেন।