অক্ষয় ও ভিকি জুড়ছেন ‘স্ত্রী টু’-এর সঙ্গে
স্বভাবতই ছবিটিকে ঘিরে ইতিমধ্যেই যথেষ্টই উন্মাদনার সৃষ্টি হয়েছে দর্শকমহলে। ম্যাডক ফিল্মস বরাবরই ছোট বাজেটে অভিনব বিষয় ভাবনার ছবি নির্মাণের জন্য বলিপাড়ায় সুপরিচিত। তাই ‘স্ত্রী ২’ টিজার ও ট্রেলার ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে।