সারাদিন অনাথ আশ্রমে ‘সূর্য’ বিক্রম, পাশে দর্শনা

কিছু মানুষ নিজের পাওয়াগুলো উজাড় করে দিতে চায় অন্যদের জন্য। নিজের জীবনের আনন্দের বিনিময়ে দেখতে চায় অন্যের হাসিমুখ। ছবির ‘সূর্য’ এরকমই। নিজে আগুনে পুড়ে আলোয় অন্যের জীবন ভরিয়ে দেওয়া সূর্য। অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে তাদের সঙ্গে ছবি আঁকা, খুনসুটি থেকে কেক কাটা সবই চলল দিনভর। বিক্রমদা আর দর্শনাদিকে পেয়ে বাচ্চারাও ভীষণ খুশি। হল একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া।

সূর্যর পাশে মারা; বিক্রমকে ‘ম্যাডি’ সারপ্রাইজ

ছবি মুক্তির আগে শুভেচ্ছাবার্তা জানালেন সুপারস্টার আর. মাধাবন। এই একই গল্পে ‘মারা’ ছবিতে অভিনয় করেছিলেন ‘ম্যাডি’ মাধাবন। সুপারহিট হয় সেই ছবি। “মারা আমার কেরিয়ারের খুব স্পেশ্যাল ছবি। আমি প্রচন্ড কানেক্ট করতে পেরেছি গল্পের সঙ্গে। এবার একই গল্প নিয়ে বাংলায় আসছে ছবি। প্রযোজক প্রবীর চক্রবর্তী এবং ‘সূর্য’ বিক্রম চট্টোপাধ্যায়কে শুভকামনা। আশা করি সুপারহিট হবে এই ছবি”, বার্তায় বলেন মাধবন। প্রসঙ্গত, বিক্রমের আগের ছবি ‘পারিয়া’ মুক্তির আগে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা ববি দেওল।

প্রকাশ্যে ট্রেলার, ১৯ জুলাই বড় পর্দায় সূর্যোদয়

প্রকাশ পেল বিক্রম চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘সূর্য’-এর ট্রেলার। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় এই ছবির পুরো ট্রেলারে বিক্রমের মুখে কোনও সংলাপ শোনা যায়নি।