আবার একসঙ্গে শাহিদ-বিশাল

বড় পর্দায় যতবার জুটি বেঁধেছেন শাহিদ কাপুর ও পরিচালক বিশাল ভরদ্বাজ ততবার‌ই বক্স অফিসে ঝড় উঠেছে। ‘কামিনে’, ‘হায়দার’-এর মত ছবি যেমন দর্শক এবং সমালোচক মহলে প্রশংসিত ও সমাদৃত হয়েছে, তেমন‌ই বক্স অফিসেও দুর্দান্ত ব্যবসা করেছে।