‘বিবেকের দংশন’: বাংলার কথাও বলবে ‘দ্য দিল্লি ফাইলস’
বাংলায় বিভাজন আজও শেষ হয়নি। এখনও যেন এক রাজ্যে দুটো দেশ আর তিনটে সংবিধান! ঠিক পড়ছেন। এমনটাই মত ‘দ্য কাশ্মীর ফাইলস্’ খ্যাত পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর। বাংলার একজন দূরদর্শী নেতা প্রয়োজন বলতেও ছাড়েন নি বিবেক। বলা চলে নাম না করে পক্ষান্তরে একহাত নিয়েছেন মমতার সরকারকেই।