একেই বলে ‘উরা ধুরা’ হিট; ইউটিউব গ্লোবাল চার্টে ৪ নম্বরে বাঙালি তুফান!

প্রথমবার কোনও বাংলা গান গ্লোবাল চার্টে প্রথম পাঁচের মধ্যে জায়গা করতে পারল। এই গান ইউটিউবে এখনও পর্যন্ত ৮ কোটি ৬০ লক্ষ মানুষ দেখেছেন। ইতিমধ্যে এই গানে সাড়ে ৫ লক্ষের বেশি রিল বানানোও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।