একেই বলে ‘উরা ধুরা’ হিট; ইউটিউব গ্লোবাল চার্টে ৪ নম্বরে বাঙালি তুফান!
রায়হান রাফী পরিচালিত তুফান ছবির ‘লাগে উরা ধুরা’ বিশ্বব্যাপী সুপারহিট। গানটা এখন ইউটিউবের সাপ্তাহিক গ্লোবাল চার্টের সেরা ১০০ গানের তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। এখন গানটা ৪ নম্বর স্থানে।

প্রথমবার কোনও বাংলা গান গ্লোবাল চার্টে প্রথম পাঁচের মধ্যে জায়গা করতে পারল। এই গান ইউটিউবে এখনও পর্যন্ত ৮ কোটি ৬০ লক্ষ মানুষ দেখেছেন। ইতিমধ্যে এই গানে সাড়ে ৫ লক্ষের বেশি রিল বানানোও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত এসভিএফ, আলফা-আই এবং চরকি প্রযোজিত ‘তুফান’ ইতিমধ্যেই ঝড় তুলেছে দুই বাংলায়। বাংলাদেশের শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয়ে রয়েছেন এই বাংলার মিমি চক্রবর্তী।
আরও পড়ুন: আমি এখন খুব ‘চুজি’ হয়ে গেছি: মনামী
শাকিব-মিমির উপর চিত্রায়িত প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গাওয়া ‘লাগে উরা ধুরা’ আলাদা রকমের এক জুটির রসায়ন তৈরি করেছে। আক্ষরিক অর্থেই ‘জোয়ান থেকে বুড়া’ পাগল হয়েছে এই গানে।