একেই বলে ‘উরা ধুরা’ হিট; ইউটিউব গ্লোবাল চার্টে ৪ নম্বরে বাঙালি তুফান!

Share It

রায়হান রাফী পরিচালিত তুফান ছবির ‘লাগে উরা ধুরা’ বিশ্বব্যাপী সুপারহিট। গানটা এখন ইউটিউবের সাপ্তাহিক গ্লোবাল চার্টের সেরা ১০০ গানের তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। এখন গানটা ৪ নম্বর স্থানে।

প্রথমবার কোনও বাংলা গান গ্লোবাল চার্টে প্রথম পাঁচের মধ্যে জায়গা করতে পারল। এই গান ইউটিউবে এখনও পর্যন্ত ৮ কোটি ৬০ লক্ষ মানুষ দেখেছেন। ইতিমধ্যে এই গানে সাড়ে ৫ লক্ষের বেশি রিল বানানোও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত এসভিএফ, আলফা-আই এবং চরকি প্রযোজিত ‘তুফান’ ইতিমধ্যেই ঝড় তুলেছে দুই বাংলায়। বাংলাদেশের শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয়ে রয়েছেন এই বাংলার মিমি চক্রবর্তী।

আরও পড়ুন: আমি এখন খুব ‘চুজি’ হয়ে গেছি: মনামী

শাকিব-মিমির উপর চিত্রায়িত প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গাওয়া ‘লাগে উরা ধুরা’ আলাদা রকমের এক জুটির রসায়ন তৈরি করেছে। আক্ষরিক অর্থেই ‘জোয়ান থেকে বুড়া’ পাগল হয়েছে এই গানে।

Loading


Share It