হফম্যান-হপকিন্স জুটি নিয়ে কাজ হল না বিধু বিনোদ চোপড়ার!
অতনু রায়
২০০০-এর শুরুর দিকের কথা। হলিউডে ছবি বানানোর কথা প্রায় পাকা বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra)। ছবির নাম ‘ফিফথ্ মুভ’ (Fifth Move)।
চিত্রনাট্য নিয়ে বিধু দেখা করলেন ডাস্টিন হফম্যানের (Dustin Hoffman) সঙ্গে। দেখা করবেন অ্যান্থনি হপকিন্স (Anthony Hopkins)-এর সঙ্গেও। পর্দায় লড়াই হবে ম্যারাথন ম্যান আর দ্য ফাদারের। কিন্তু বিভিন্ন কারণে হলিউডে হলনা ছবিটা।

দেশে ফিরে অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) গল্পটা শোনালেন বিধু বিনোদ। পছন্দ হয়ে গেল বিগ বি’র। চিত্রনাট্য লেখা শুরু হল ‘ডু’ (Do) ছবির জন্য।
আরও পড়ুন: আনন্দ: ছক ভাঙা এক কষ্টিপাথর
এবার ২০০৪ সাল। ‘লক্ষ্য’ ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। ফারহান আখতারকে (Farhan Akhtar) বিধু বললেন গল্পের ব্যাপারে। ফারহান বললেন পরেরবার শুনবেন চিত্রনাট্য।

কাট টু: ২০১৪ সাল। ফারহান শুনলেন চিত্রনাট্য। অল্পদিনেই শুরু হল শুটিং। একসঙ্গে সেটে পৌঁছলেন অমিতাভ বচ্চন আর ফারহান আখতার।
অভিনেতা, চিত্রনাট্য, ছবির নামের পাশাপাশি বদলে গেল পরিচালক। বিজয় নাম্বিয়ার (Bijoy Nambiar) পরিচালনা করলেন বলিউডের অন্যতম সেরা থ্রিলার ‘ওয়াজির’ (Wazir)। প্রযোজনায় বিধু বিনোদ চোপড়া।