সারাদিন অনাথ আশ্রমে ‘সূর্য’ বিক্রম, পাশে দর্শনা

Share It

মুক্তি পেতে চলেছে ‘সূর্য’। শিলাদিত্য মৌলিক পরিচালিত এই ছবির নামভূমিকায় বিক্রম চট্টোপাধ্যায়। মুক্তির আগে শহরের এক অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় কাটল বিক্রমের। সঙ্গে ছিলেন ছবির অন্যতম অভিনেত্রী দর্শনা বনিক ও ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক।

কিছু মানুষ নিজের পাওয়াগুলো উজাড় করে দিতে চায় অন্যদের জন্য। নিজের জীবনের আনন্দের বিনিময়ে দেখতে চায় অন্যের হাসিমুখ। ছবির ‘সূর্য’ এরকমই। নিজে আগুনে পুড়ে আলোয় অন্যের জীবন ভরিয়ে দেওয়া সূর্য।

আরও পড়ুন: সূর্যর পাশে মারা; বিক্রমকে ‘ম্যাডি’ সারপ্রাইজ

অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে তাদের সঙ্গে ছবি আঁকা, খুনসুটি থেকে কেক কাটা সবই চলল দিনভর। বিক্রমদা আর দর্শনাদিকে পেয়ে বাচ্চারাও ভীষণ খুশি। হল একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া।

নামভূমিকায় বিক্রম ছাড়াও উমা আর দিয়া চরিত্রে দেখা যাবে যথাক্রমে মধুমিতা সরকার ও দর্শনা বনিককে। আগামী ১৯ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে সূর্য’।

Loading


Share It