রাহুল ঢোলাকিয়ার সাইকোলজিক্যাল থ্রিলারে বিক্রান্ত ম্যাসি
সোমনাথ লাহা
বলিউডে রীতিমতো ‘হাইলি ডিমান্ডিং’ অভিনেতাদের তালিকায় ঢুকে পড়েছেন বিক্রান্ত ম্যাসি। বিধু বিনোদ চোপড়ার পরিচালনার বায়োগ্রাফিক্যাল ড্রামা ‘টুয়েলভ্থ ফেল’ শুধু যে বক্স অফিসে লক্ষ্মীলাভ করেছে তাই নয়। এই ছবির সুবাদে প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্তও। তাঁর অভিনয় জীবনে এক নতুন দিগন্তের সূচনা করে দিয়েছে এই ছবিটি। ফলস্বরূপ আস্তে আস্তে গুরুত্বপূর্ণ চরিত্রে পরিচালকদের পছন্দের তালিকায় ঢুকে পড়েছেন এই অভিনেতা।
জিও সিনেমায় সাম্প্রতি মুক্তি পেয়েছে বিক্রান্ত অভিনীত ব্ল্যাক কমেডি ‘ব্ল্যাকআউট’। অভিনেতার হাতে রয়েছে আরও পাঁচটি ছবি। এর মাঝেই এবার পরিচালক রাহুল ঢোলাকিয়ার পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রান্তকে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মধু মন্তেনা। তাঁর ফ্যান্টম স্টুডিওসের ব্যানারে নির্মিত হবে ছবিটি।
সূত্রের খবর, আপাতত মৌখিকভাবে ছবিটি করতে রাজি হয়েছেন অভিনেতা। চুক্তিপত্রে সই সাবুদের কাজ চলছে এখন। ২০২৫ এর জানুয়ারি মাস থেকে শুটিং শুরু হবে। ছবির গল্প এবং ছবিতে বিক্রান্তের চরিত্রটি নিয়ে এখনই সবকিছু খোলসা করতে নারাজ নির্মাতারা। বিষয়টি যথেষ্ট গোপন রাখা হয়েছে।

অপরদিকে বিক্রান্ত আপাতত ব্যস্ত পরিচালক রাজকুমার হিরানির প্রথম ওয়েব সিরিজের শুটিংয়ে। সাইবার ক্রাইমকে কেন্দ্র করে আবর্তিত এই সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। এছাড়াও নীরঞ্জন আয়েঙ্গারের প্রথম ছবি ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’-তে একজন অন্ধ মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনেতার সঙ্গে কথা চলছে নমাহ পিকচার্সের, তাদের পরবর্তী রোমান্টিক ড্রামা ছবির জন্য। মুক্তির অপেক্ষায় রয়েছে নেটফ্লিক্সে তাঁর অভিনীত রোমান্টিক থ্রিলার ছবি ‘ফির আয়ি হসিন দিলরুবা’। সেই ছবিতে বিক্রান্তের সঙ্গে রয়েছেন তাপসী পান্নু ও সানি কৌশল।
অন্যদিকে ‘পারজানিয়া’, ‘রইস’ খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়ার ‘অগ্নি’ ছবিটির সম্পাদনার কাজ চলছে। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন প্রতীক গান্ধী ও দিব্যেন্দু শর্মা। ছবিতে তাঁদের দেখা যাবে একজন দমকলকর্মী ও একজন হটশট পুলিশের চরিত্রে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে মুক্তি পেতে পারে এই ছবিটি।
এখন দেখার বিষয় এটাই, বড় পর্দায় বিক্রান্ত ম্যাসি ও রাহুল ঢোলাকিয়া জুটির এই মনস্তাত্ত্বিক রহস্যময় ছবিটি কী ম্যাজিক সৃষ্টি করতে পারে। সেই উত্তর দেবে সময়ই।
2 thoughts on “রাহুল ঢোলাকিয়ার সাইকোলজিক্যাল থ্রিলারে বিক্রান্ত ম্যাসি”
Comments are closed.