‘বিবেকের দংশন’: বাংলার কথাও বলবে ‘দ্য দিল্লি ফাইলস’

Share It

“বাংলায় বিভাজন আজও শেষ হয়নি। এখনও যেন এক রাজ্যে দুটো দেশ আর তিনটে সংবিধান!” হ্যাঁ, ঠিকই পড়ছেন। এমনটাই মত ‘দ্য কাশ্মীর ফাইলস্’ খ্যাত পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর। বাংলার একজন দূরদর্শী নেতা প্রয়োজন বলতেও ছাড়েন নি বিবেক। বলা চলে নাম না করে পক্ষান্তরে একহাত নিয়েছেন মমতার সরকারকেই।

তাঁর পরের ছবি ‘দ্য দিল্লি ফাইলস’ (The Delhi Files) দিয়ে আবার ধাক্কা দিতে তৈরি বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)। সারা দেশে তো বটেই, দেশের বাইরেও সদলবলে লম্বা রিসার্চ করেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস্’ (The Kashmir Files) পরিচালক। সম্প্রতি, মহাত্মা গান্ধী এবং মহম্মদ আলি জিন্নাহর চরিত্রাভিনেতার জন্য প্যান-ইন্ডিয়া কাস্টিং কল করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন। এই ছবিরই একটা অংশে নাকি বাংলার ইতিহাসের হিংসার বাতাবরণ উঠে আসবে, আভাস পরিচালকের।

নিজের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে বিবেক নিজের রিসার্চ সম্পর্কে জানান। সেখানেই উঠেছে বাংলার কথা। কলকাতায় ভারতীয় জাদুঘরে নিজের ছবি এবং বাংলার এক চিত্রশিল্পীর কাছ থেকে উপহার পাওয়া একটা ছবি, দুইই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশনে লিখেছেন:

“গত ছ মাস ধরে আমি দেশের বিভিন্ন গ্রাম আর শহরে ঘুরেছি। মানুষের সঙ্গে কথা বলেছি। স্থানীয় সংস্কৃতি, ইতিহাস পড়ে বোঝার চেষ্টা করেছি কালক্রমে বাংলার হিংসার বাতাবরণ সম্পর্কে।
বাংলা একমাত্র রাজ্য যা দু’বার ভেঙেছে। বাংলা একমাত্র রাজ্য যেখানে স্বাধীনতার আগে এবং পরে একাধিক গণহত্যা হয়েছে।
স্বাধীন ভারতে মূলত দুটি মতাদর্শ হিন্দু এবং মুসলিমের মধ্যেই সংঘাত ছিল। কিন্তু বাংলায় সেই সংঘাত ছিল চারটি আদর্শের মধ্যে। হিন্দু, মুসলিম, কমিউনিজম এবং নকশালবাদ। এর পাশাপাশি ছিল জাতীয়তাবাদ, সমাজ সংস্কার, দর্শন, শিল্প, সাহিত্য সবদিক থেকেই ঐতিহ্য হারানোর ভয়। পরস্পর বিরোধিতা তো ছিলই।
ফলত, সবদিক থেকেই পচন ধরেছে বাংলার। আর কী পড়ে থেকেছে? কেবল বাম।
অন্য কোনও রাজ্যে বাংলার মতো ক্রমাগত ব্যাপক ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতা হয়নি।
বাংলায় বিভাজন আজও শেষ হয়নি। এখনও যেন এক রাজ্যে দুটো দেশ আর তিনটে সংবিধান!
বাংলার দরকার সত্যিকারের একজন দূরদর্শী নেতা যিনি বাংলাকে নতুন করে নবজাগরণের রাস্তা দেখাবেন।
আমার অঙ্গীকার: বাংলার আসল গল্প, বাঙালিদের কথায়।”

বিবেক কেরল থেকে কলকাতা হয়ে দিল্লির এই দীর্ঘ পথ ঘুরেছেন ছবির জন্য সঠিক তথ্য পেতে। সাহিত্যে ডুবেছেন। পড়ে ফেলেছেন ১০০টার বেশি বই, ২০০র বেশি ঐতিহাসিক নিবন্ধ। ভাণ্ডারে নিজেকে নিমজ্জিত করেছিলেন, 100 টিরও বেশি বই এবং 200 টিরও বেশি নিবন্ধ। সদলবলে ঘুরেছেন ২০টা রাজ্যে।

আরও পড়ুন: ‘বাংলা ছবির চ্যালেঞ্জ’:বাজার তৈরির দাওয়াই ফিরদৌসুল হাসানের

আরও পড়ুন: ‘ছবি দেখানোর খরচ কমল, দেখার খরচে খিঁচ’, কী বলছে ইন্ডাস্ট্রি?

‘দ্য কাশ্মীর ফাইলস্’ এর সাফল্যের পর আবার বিবেক জোট বেঁধেছেন প্রযোজক অভিষেক আগরওয়াল (Abhishek Agarwal) – এর সঙ্গে ‘দ্য দিল্লি ফাইলস্’ এর জন্য।

Loading


Share It