গগনযানে মহাকাশে মোদি! হঠাৎই ভাইরাল সোমনাথ

Share It

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহাকাশে পাঠাতে পারলে গর্বিত হবেন, বললেন ইসরোর প্রধান এস. সোমনাথ। আর এই এক লাইনেই ভাইরাল তিনি। সোশ্যাল মিডিয়া জুড়ে মন্তব্যের ঢেউ। গগনযান অভিযান নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন তিনি।

আরও পড়ুন: দীঘায় জগন্নাথ মন্দির তৈরিতে বাধা নেই, রায় হাইকোর্টের

“মহাকাশে সফলভাবে মানুষ পাঠাতে পারলে দেশের জন্য সেটা একটা দারুণ পদক্ষেপ হবে। ‘গগনযান’ অভিযানের সাফল্যের উপর অনেককিছু নির্ভর করছে। আমরা মহাকাশে মানুষ পাঠানোর দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি”, আরও বলেন সোমনাথ।

আরও পড়ুন: জুরাসিক ওয়র্ল্ডে স্কারলেট জোহানসন, ফিরলেন ডেভিড কোপ

এই বিষয়েই ইসরো প্রধান আরও বলেন যে, “যখন মহাকাশে মানুষ পাঠানোর কাজে আমরা সফল হব তখন দেশের প্রধানমন্ত্রীকে দেশের মহাকাশযানে করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাতে পারব। সেদিন আমরা সত্যিই গর্বিত হব।”

আরও পড়ুন: কয়লা মন্ত্রকের উদ্যোগে দেশের প্রথম ভূগর্ভস্থ কয়লার গ্যাসীকরণ শুরু

আপাতত ইসরো প্রধানের এই বক্তব্য বিরোধীদের হাসির পাত্র করে তুলেছে তাঁকে।

Loading


Share It

2 thoughts on “গগনযানে মহাকাশে মোদি! হঠাৎই ভাইরাল সোমনাথ

Comments are closed.