‘উইঙ্ক মিউজিক’ এখন ‘কল্কি ২৮৯৮এডি’র সেট-পাস
আমরা সকলেই জানি কোনও নিরাপত্তার আওতায় থাকা গেটে ঢুকতে হলে গেট-পাস লাগে। তা বলে সেট-পাস! এরকমই ঘটছে ‘উইঙ্ক মিউজিক’-এর কল্যাণে। এই মিউজিক প্ল্যাটফর্ম সুযোগ করে দিচ্ছে এই মুহূর্তের সবথেকে আলোচিত ছবির মনোমুগ্ধকর সেটে। হ্যাঁ! ‘উইঙ্ক মিউজিক’-এ গান শুনে আপনি পৌঁছে যেতে পারবেন ‘কল্কি ২৮৯৮এডি’ (Kalki 2898AD) ছবির সেটে। ‘উইঙ্ক মিউজিক’ (Wynk Music) এর প্রিমিয়াম ব্যবহারকারীরাই এই সুযোগ পাবেন।
আরও পড়ুন: আমি এখন খুব ‘চুজি’ হয়ে গেছি: মনামী
ব্যবহারকারীদের শুধু প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হসান এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই সাই-ফাই (Sci-Fi) ছবির গানগুলি https://open.wynk.in/Kalki -এ স্ট্রিমিং করতে হবে। সারাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে থেকে পাঁচজন বিজয়ীকে বেছে নেওয়া হবে যাদের এই অনবদ্য সুযোগ দেওয়া হবে।
‘উইঙ্ক মিউজিক’ এই ছবির অফিসিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনারও বটে। ছবির গানের সম্পূর্ণ অ্যালবামটাই শুনতে পাওয়া যাবে স্ট্রিমিং প্ল্যাটফর্মে। ব্যবহারকারীরা গানগুলির রিংটোন এবং হ্যালোটিউনসও ডাউনলোড করতে পারবেন। প্রতিযোগিতা চলবে ৭ জুলাই পর্যন্ত।